Type Here to Get Search Results !

ভারতে প্রবেশ চীন থেকে 8 বিলিয়ন ডলার আমেরিকার




 বর্তমান উন্নতির শিখরে যাওয়ার লড়াইয়ে বাকি দেশ দের পেছনে ফেলে এগিয়ে চলেছে ভারত। আমার সকলই জানি যেকোনো দেশ কে উন্নতি করতে হলে প্রয়োজন টাকা আর সেই টাকা উপার্জন করতে দেশে নাগরিকেরা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে চলেছে। ভারত একটি ডেভেলপিং দেশ এবং এটাও বলতে হবে ফাস্তেস্ট গ্রোয়িং দেশ।

 বর্তমানে চীন তৃতীয় বৃহত্তম অর্থনীতি দেশ যে খানে কয়েক বছর ধরে ইউরোপ এবং আমেরিকা দেশ থেকে প্রচুর পরিমাণে অর্থলগ্নি পেয়ে চলেছে, এই মহূর্তে চীন অভরসা যোগ্যতা হয়ে ওঠাই সমস্ত উন্নয়নশীল দেশ গুলি তাদের অর্থ তুলে নিচ্ছে চীন থেকে ভারত এখানে বাজ্জি মেরে সমস্ত কোম্পানিকে আকর্ষণ করে চলে ছে তাই ভারতে বিদেশি নিয়োগ বেড়ে চলেছে প্রায় আট বিলিয়ন টাকা ভারতে পাঠানো হচ্ছে।

আরও: আপনি কি কলকাতায় ডাক্তার দেখতে যাচ্ছেন অবশ্যই এই খবর টি পড়বেন।

এতে একটা প্রশ্ন তাতে ভারতের কি লাভ হবে?
এটা অবশ্যই বলতে হবে এতে দুজনারই লাভ হবে আমেরিকার সাধারণ মানুষের টাকা চীন থেকে ভারতে বেশিগুণ রিটার্ন পাওয়ার যাবে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা আর এটাও বলতে হবে যেহেতু ভারত একটি উন্নয়ন দেশ, চাকরির পরিমাণ বাড়বে এবং দেশের উন্নতি হবে, দেশে কারখানা, শিল্প, কর্মক্ষেত্র বৃদ্ধি পাবে।

বর্তমানে ভারত সবথেকে বেশি দ্রুত উন্নত দেশে পরিণত হচ্ছে তাই ভারতের দিকে নজর বিভিন্ন উন্নয়নশীল দেশের। আসা করা যাচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে এখনও বিদেশি বিনিয়োগ বাড়তে চলেছে ভারতে।
Tags

Post a Comment

0 Comments