Type Here to Get Search Results !

স্টার্লিং কে টেকা দিতে জিও নিয়ে এলো জিও স্যাটেলাইট ইন্টারনেট ফাইবার।

 

আপনি কি প্রতিদিন 1.5 জিবি ইন্টারনেট শেষ করে ফেলেন । আপনার কাজ আর শেষ করতে পারেনা কি করবেন ভাবছেন তাহলে আপনার জন্য কিছু টিপস নিয়ে আসা হলো । এটা বলার যায় যে আপনি কি কাজে ইন্টারনেট লাগাবেন সেই হিসাবে সহজে কম খরচের ইন্টারনেট সুবিধা পাবেন ।

বাজারে কোন কোন সার্ভিস প্রোভাইডার আছে?

আমাদের বর্তমান ভারতে একের পর এক দুর্দান্ত কপানি বসে আছে শুধুমাত্র সেই কোম্পানির ইন্টারনেট নেবার যেটা আপনি সহজে পেতে পারেন।

Jio ভারতের নাম্বার ওন কোম্পানি তার কি কি প্ল্যান আছে?

Jio প্রধানত দুটি কানেকশন বহু প্রচলিত prepaid broadband এবং postpaid broadband  কম খরচই লাগাতে পারেন যে কোনো একটি কানেকশন এছাড়া নতুন airfiber কানেকশন দিচ্ছে।

Jio fiber এবং Air fiber এদের মধ্যে কি পার্থক্য? 

Jio fiber এই কোম্পানির প্রথম ব্র্যাড ব্যান্ড কানেকশন অন্যান্য কোম্পানির থেকে সস্থা দামে আপনাকে ইন্টারনেট কানেকশন দেয় । জিও প্রধানত দুটি কানেকশন আছে একটি প্রিপেইড এবং পোস্টপেইড, প্রিপেইড কানেকশন লাগাতে খরচ মাত্র ১০০০ টাকা সঙ্গে পাবেন একটি ফ্রী রাউটার ভবিষ্যতে আপনি কানেকশন কাটতে চাইলে এই টাকা টি রিফান্ড পাওয়া যাবে।

আরও: ইন্টেলিজেন্ট বুরো আবেদন শেষ মহূর্তে অ্যাপ্লাই করতে এখানে ক্লিক করুন।

প্রিপেইড কানেকশন কি কি প্ল্যান আছে ?

প্রথম প্ল্যান শুরু হয় ৩৯৯ টাকা থেকে আনলিমিটেড ইন্টারনেট সঙ্গে আনলিমিটেড ভয়েস কল স্পীড থাকবে ৩০ এমবিপিএস ।

দ্বিতীয় প্ল্যান শুরু হয় ৪৯৯ টাকা থেকে আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড ভয়েস কল ৪০ এমবিপিএস স্পীড।

পোস্টপেইড কানেকশন কি কি প্ল্যান আছে?

পোস্টপেইড কানেকশন শুরু হয় ৪৯৯ থেকে বাকি সব কিছু একই সঙ্গে থাকবে hoster subscription, Netflix subscription।

Air fiber কানেকশন কি ?

এটি জিয়ার লাঞ্চ করা একদম নতুন একটি কানেকশন আপনি ভারতের যে প্রান্তেই থাকুন না কেন ব্রডব্যান্ড কানেকশন পাচ্ছেনা চিন্তা করা ছেরে দিন । Air fiber লাগাতে আপনার মোটামুটি ৫ থেকে ৬ হাজার অবদি লাগাতে খরচ পড়বে, এটি দু ধরনের কানেকশন দেয় ৬মাসের এবং ১ বছরের প্ল্যান শুরু হয় ৫৯৯ থেকে আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড ভয়েস কল স্পীড থাকবে ৩০ এমবিপিএস অবদি এছাড়াও আরো অনেগুলো অ্যাপ এর subscription থাকবে সঙ্গে জিও septup বক্স ফ্রী তে পাবেন। আর একটা কথা বলে রাখি আপনার এলাকা ৫ জী এলাকা হতেহবে।

জিও স্যাটেলাইট fiber কানেকশন কি?

আরো একটি নতুন কানেকশন নিয়ে আসতে চলেছে জিও যাকে স্যাটেলাইট ফাইবার কনেকশন নাম দেওয়া হয়েছে। বর্তমান বাজারে স্টার্লিং তার স্যাটেলাইট কানেকশন নিয়ে গোটা পৃথিবী কাপছে তাই স্টার লিংক সঙ্গে টেকা দিতে নতুন উদ্যোগ জিয়ার।

Tags

Post a Comment

0 Comments