Type Here to Get Search Results !

অলিম্পিক ২০২৪ আয়জন করতে চলেছে ফ্রান্স এর প্যারিস শহর

image from google


2024 অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হচ্ছে ?

ফ্রান্স এর প্যারিস শহর  এ অনুষ্ঠিত হতে চলেছে 2024 সালের অলিপিক খেলা এইবারই কি কি খেলা হবে জেনে নেয়া যাক। এবারের অলিপিকে প্রায় 329 টি মেডেল এর খেলা হবে যে খানে থাকছে ফুটবল, তীর, হাতবল, রাগবি ফুটবল, আরও কিছু ।
খেলার মাসকট কি করা হয়েছে?


image from google
এবার এর খেলার মাসকট হলো   The phryges যেটি একটি কার্টুন পাখি । এবার খেলতে থাকছে ফুটবল, রাগবি ফুটবল, হাতবল, রাগবি 7, gymnastic, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বীচ ভলিবল, বক্সিং, আরও অনেক কিছু।

খেলা শুরু হবে 26 জুলাই 2024 সালে এবং শেষ হবে 11 আগস্ট 2024 সালে। এবার স্টেডিয়াম stade de France এখনই ওপেনিং অনুষ্ঠান থাকবে। 32 টি খেলতে 48টি নিয়ম থাকছে।

কোন কোন খেলোয়াড় থাকছে ভারতের হয়ে?
আক্ষদীপ সিংহ, ২০ কিমি হাঁটা, থাকছে প্রিয়াঙ্কা গোস্বামী, ২০ কিমি হাঁটা, নীরজ চোপড়া মেন্স জাভেলিন থ্রো , লোভভলিনা বর্গহাইন মহিলা ৭৫কেজি বক্সিং খেলা থেকে আরও অনেকে।

দেখে নেয়া যাক আগের আমাদের মেডেল সংখ্যা?

আগের বার আমাদের মেডেল সংখ্যা সোনা ছিল ১০ টি সিলভার ছিল ৯টি, ব্রোঞ্জ ছিল ১৬টি, মোট ৩৫ মেডেল। আগের বারের আয়োজক  টোকিও শহরে জাপানের এবং আমাদের স্থান ৫৬ ।

মনে করা হচ্ছে এবার আমাদের মেডেল সংখ্যা বাড়তে পারে কারণ এশিয়ান খেলতে যেভাবে আগের তুলনায় মডেল সংখ্যা বেড়েছে এবার বাড়তে পারে। এশিয়ান খেলতে বৃদ্ধি হয়ে ১০৭ পৌঁছেছে।

Post a Comment

0 Comments